বেবি মওদুদ আর নেই


প্রকাশিত: ১০:৪৮ এএম, ২৫ জুলাই ২০১৪

বিশিষ্ট সাংবাদিক ও সাবেক সংসদ সদস্য বেবি মওদুদ মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না............)।দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগে শুক্রবার দুপুর ৩টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।

বেবি মওদুদের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেছেন।

বিশিষ্ট এ সাংবাদিক বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কয়েকদিন আগে তার ঘনিষ্ঠ বন্ধু বেবি মওদুদকে দেখতে গিয়েছিলেন।


বেবী মওদুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সোশ্যাল অ্যাফেয়ার্স এডিটর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

বেবী মওদুদের জন্ম কলকাতার বর্ধমান জেলায়। তাঁর শ্বশুরবাড়ি ছিল বাংলাদেশের ঠাকুরগাঁও জেলায়। মৃত্যুকালে তিনি দুই ছেলে রেখে গেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।