গুলিস্তানের সাড়ে ৩ হাজার হকারের পুনর্বাসন তালিকা চূড়ান্ত


প্রকাশিত: ০২:১৩ পিএম, ২৮ জুলাই ২০১৬

গুলিস্তান এলাকার সাড়ে তিনহাজার হকারকে পুর্নবাসন করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ইতোমধ্যেই হকারদের ওই এলাকার প্রকৃত হকারদের তালিকা প্রণয়নের কাজ প্রায় শেষ হয়েছে।

বৃহস্পতিবার নগরভবনে ডিএসসিসির ২০১৬-২০১৭ অর্থ বছরের বাজেট ঘোষণা অনুষ্ঠানে এ কথা জানান মেয়র সাঈদ খোকন।

তিনি জানান, পর্যায়ক্রমে নগরীর অন্যান্য স্থানেও প্রকৃত হকারদের তালিকা তৈরি করে হকারদের ব্যবসার জন্য বিকল্প স্থানে ব্যবসা করা হবে।

তিনি আরো জানান, রাস্তাঘাট অবৈধ দখলমুক্ত করে যানবাহন চলাচল উপযোগী রাখতে ও নগরীর ফুটপাতে পথচারীদের সহজ চলাচলের জন্য আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা নিয়ে কর্পোরেশনের পক্ষ থেকে বহু উচ্ছেদ চালানো হয়। সময়ের ব্যবধানে তা পুনরায় বেদখল হয়ে যায়।

তিনি বলেন, গুলিস্তানে টিঅ্যান্ডটি ভবন সংলগ্ন ফুটপাতে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ফুলবাড়িয়াতে রাজনৈতিক দলের কার্যালয় উচ্ছেদসহ কেন্দ্রীয় শিশু পার্কেও সামনের অবৈধ দখল, নিউমার্কেট এলাকার সড়কের দু’পাশ জুড়ে উঠা দোকানপাট উচ্ছেদ করা হয়। এছাড়া নারিন্দার ধোলাইখাল এলাকা ও ইংলিশ রোড পার্ক অবৈধ দখলমুক্ত করা হয় বলে দাবি করেন তিনি।

এমইউ/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।