কল্যাণপুরের ঘটনায় মামলা
রাজধানীর কল্যাণপুরে কথিত ‘জঙ্গি আস্তানা’য় অভিযানের ঘটনায় ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার রাতে মিরপুর মডেল থানায় মামলাটি হয়।
ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূঁইয়া মাহবুব হোসেন বলেন, থানার ইন্সপেক্টর অপারেশন মো. শাহ জালাল আলম বাদী হয়ে মামলাটি করেছেন। মামলাটি তদন্ত করছে ইন্সপেক্টর (তদন্ত) সাজ্জাদ।
অভিযানে আহত হাসানকে ওই মামলায় রাখা হয়েছে বলে ওসি নিশ্চিত করেছেন।
মামলায় উল্লেখিত বাকি আসামি কারা জানতে চাইলে ওসি বলেন, ‘কাউন্টার টেরোরিজম ইউনিট কাজ করছে। মামলার তদন্তের স্বার্থে এই মূহুর্তে আসামিদের নাম বলা যাচ্ছে না।’
কল্যাণপুরের ঘটনায় মিরপুর থানায় বুধবার রাতে সন্ত্রাসবিরোধী আইনে এই মামলা দায়ের করার কথা নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আহমেদ।
তিনি জানান, সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। এতে বিভিন্ন ধারা উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, কল্যাণপুরের ৫ নম্বর সড়কে গত সোমবার রাতভর অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেখানকার জাহাজ বিল্ডিংয়ে এক ঘণ্টার মূল অভিযানে নয়জন নিহত ও একজন আহত হন।
পুলিশ বলছে, তারা সবাই জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য। নিহত নয়জনের মধ্যে সাতজনের পরিচয় পাওয়া গেছে। তাদের তিনজন ছিলেন ঢাকার বাসিন্দা। অন্যদের বাড়ি দিনাজপুর, পটুয়াখালী, সাতক্ষীরা ও নোয়াখালী।
জেইউ/একে/আরআইপি