ঢাকা চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানের করার তাগিদ


প্রকাশিত: ০১:০৬ পিএম, ২৭ জুলাই ২০১৬

ঢাকা চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানের চিড়িয়াখানায় রূপান্তরিত করার তাগিদ দিয়েছে সংসদীয় কমিটি। এজন্য প্রয়োজনীয় সংস্কার ও আরো বেশি করে প্রাণী রাখার সুপারিশ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

জাতীয় সংসদ ভবনে বুধবার অনুষ্ঠিত কমিটির ১৬তম বৈঠক এই সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মীর শওকত আলী বাদশা বৈঠকের সভাপতিত্ব করেন। কমিটি সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. ছায়েদুল হক, কামাল আহমেদ মজুমদার, মুহা. গোলাম মোস্তফা বিশ্বাস এবং সামছুন নাহার বেগম বৈঠকে অংশ নেন।

বৈঠকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন সকল শূন্য পদে জনবল নিয়োগ দেয়ার সুপারিশ করা হয়।

মৎস্য অধিদফতরাধীন হাওড় অঞ্চলের মৎস্য চাষ ও ব্যবস্থাপনা প্রকল্পের কার্যক্রম এবং বিএফআরআই আওতাধীন ইন্ট্রিগ্রেটেট এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি প্রকল্পের কার্যক্রম অগ্রগতি সম্পর্কে বৈঠকে আলোচনা করা হয়। কমিটি হাওড় অঞ্চলের মৎস্য চাষ ও ব্যবস্থাপনা সম্প্রসারণ করার সুপারিশ করে।

এইচএস/জেএইচ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।