কল্যাণপুরে নিহত দুই জঙ্গির পরিচয় পাওয়া গেছে


প্রকাশিত: ০৭:০৩ এএম, ২৭ জুলাই ২০১৬
ফাইল ছবি

রাজধানীর কল্যাণপুরে যৌথ বাহিনীর অভিযানে নিহত নয়জন জঙ্গির মধ্যে দুইজন জঙ্গির পরিচয় পাওয়া গেছে। একজনের নাম হাসান জোবায়ের এবং অপরজনের নাম ছাব্বিরুল হক। গণমাধ্যমে প্রকাশিত নিহত ৯ জঙ্গির ছবি দেখে এই দুইজনকে শনাক্ত করেন তাদের পরিবার। পুলিম সূত্রে বুধবার এ তথ্য জানা গেছে।

হাসান জোবায়েরের বাড়ি নোয়াখালী সদরের পশ্চিম মাইজদী এলাকায়। তার বাবার নাম আব্দুল কাইয়ুম। অপর জঙ্গি ছাব্বিরুল হকের বাড়ি চট্টগ্রামের বুরুংছড়ার সোলগাজি এলাকায়। তার বাবার নাম আজিজুল হক। ছাব্বিরুল চট্টগ্রাম ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

ডিএমপির মিডিয়া বিভাগের উপ-কমিশনার মাসুদুর রহমান বলেন, স্থানীয় থানা পুলিশের কাছ থেকে শুনেছি এই দুই জঙ্গিকে নিজের সন্তান বলে দাবি করেছে তাদের পরিবার। আমরা অভিভাবকদের ঢাকায় আসতে বলেছি। নিহত জঙ্গিদের ডিএনএ এবং তাদের বাবা-মা’র ডিএনএ টেস্ট করার পর আমরা শতভাগ নিশ্চিত হবো। ডিএনএ টেস্ট করার পর তাদের মরদেহ হস্তান্তর করা হবে।

এআর/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।