জঙ্গিদের আশ্রয় দেয়ায় ঝিনাইদহে আটক দুই


প্রকাশিত: ০৬:২১ পিএম, ২৬ জুলাই ২০১৬

রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্ট হামলায় অংশগ্রহণকারী দুই জঙ্গি সদস্যকে আশ্রয় দেয়ার অভিয়োগে ঝিনাইদহ থেকে দুইজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটানিয়ন (র‌্যাব)।

আটককৃতরা হলেন মেস মালিক মো. কাওসার আলী (৫১) এবং সোনালীপাড়া মসজিদের ঈমাম রোকুনজ্জামান (২৬)। মঙ্গলবার রাতে ঝিনাইদহের পাগলাকানাই মোড় এলাকা থেকে আটক করা করে র‌্যাব-৬।

র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, গুলশান হামলায় অংশগ্রহণকারী নিবরাস ইসলাম ওরফে লম্বু সাঈদ এবং সামেহ মোবাশ্বেরকে কমপক্ষে এক মাস সেখানে অবস্থান করে দেয়ার সুযোগ দিয়েছিল।

আটককৃদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে এব্যাপারে বিস্তারিত জানানো হবে।

জেইউ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।