নিখোঁজ আলজেরীয় বিমান আফ্রিকার নাইজার নদীতে বিধ্বস্ত


প্রকাশিত: ১১:৫৯ এএম, ২৪ জুলাই ২০১৪

১১৬ জন আরোহী নিয়ে নিখোঁজ আলজেরীয় বিমান আফ্রিকার নাইজার নদীতে বিধ্বস্ত হয়েছে। এয়ার আলজেরিয়ার এএইচ-৫০১৭ ফ্লাইটটি স্থানীয় সময় বুধবার রাত ৯টা ২৭ মিনিটে বুরকিনা ফাসোর রাজধানী ওয়াগাদোগো বিমানবন্দর থেকে উড্ডয়ন করে।

ফ্লাইটটি বুধবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে দেশটির রাজধানী আলজিয়ার্সের হওরি বমিডেন্স বিমানবন্দরে পৌঁছার কথা ছিল। কিন্তু উড্ডয়নের মাত্র ৫০ মিনিটের মাথায় এমডি-৮৩ বিমানটির যোগাযোগ রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকে সেটির আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। বিমানটিতে ১১৬ জন আরোহীর মধ্যে ১১০ জন যাত্রী, ২ জন পাইলট ও ৪ জন ক্রু ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।