নিহত জঙ্গিদের নাম-পরিচয় জানতে ফেসবুকে ছবি প্রকাশ


প্রকাশিত: ০২:৩২ পিএম, ২৬ জুলাই ২০১৬

রাজধানীর কল্যাণপুরের জঙ্গি আস্তানায় পুলিশের ‘অপারেশন স্ট্রোর্ম ২৬’ এ ৯ জঙ্গি নিহত হয়েছে। তবে নিহতদের কারো নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। তাই তাদের ছবি ফেসবুকে ছেড়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নিহত জঙ্গিদের কেউ চিনতে পারলে তাদের নাম-পরিচয় ডিএমপির ফেসবুক পেজে (https://www.facebook.com/dmpdhaka/) ইনবক্স করার অনুরোধ করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় ডিএমপির অফিশিয়াল ফেসবুক পেজে একটি পোস্টে জানানো হয়, ‘ছবিতে প্রদর্শিত আজ ২৬-৭-২০১৬ তারিখে রাজধানীর কল্যাণপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাথে গুলিবিনিময়কালে নিহত জঙ্গি/সন্ত্রাসীদের পূর্ণাঙ্গ নাম ও ঠিকানা জানা থাকলে এই পেজের ইনবক্সে প্রদান করুন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ জঙ্গি ও সন্ত্রাস প্রতিরোধে আপনার সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।’
 
নিহতদের পরিচয় সম্পর্কে ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) এ. এস. এম. হাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, সন্ধ্যা ৭টা ৩৫ মিনিট পর্যন্ত ইনবক্সে এখনো কারো পরিচয় পাওয়া যায়নি।

নিহত ৯ জঙ্গির মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রাখা আছে।

এআর/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।