এখনো নিরাপত্তার বলয়ে ‘জাহাজ বাড়ি’


প্রকাশিত: ১২:৩২ পিএম, ২৬ জুলাই ২০১৬

রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানা থেকে নিহত ৯ জঙ্গির মরদেহ নিয়ে গেলেও এখনো ‘জাহাজ বাড়ি’টি ঘিরে রেখেছে রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বাড়িটির চারদিকে গড়ে তোলো হয়েছে নিরাপত্তা বলয়।

সরেজমিন দেখা গেছে, মিরপুর পুলিশ লাইনস ও রাজারবাগের শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে ওই জাহাজ বাড়িটি ঘিরে। মঙ্গলবার এ খবর লেখা পর্যন্ত (বিকেল সাড়ে ৫টা) বাড়িটির সামনের ও আশপাশের রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়নি। তবে অন্য রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।

police

যৌথবাহিনীর অভিযানে ওই বাড়িটিতে ৯ জঙ্গি নিহত হয়েছে। মঙ্গলবার ভোরে কল্যাণপুরের ৫ নম্বর রোডের ‘জাহাজ বাড়ি’ নামক ওই বাড়িটিতে ‘অপারেশন স্টোর্ম ২৬’ নামে অভিযান চালায় যৌথবাহিনী।

police

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে এক জঙ্গিকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করেছে পুলিশ। এছাড়া অভিযান শেষে মেস (জঙ্গি আস্তানা) থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

জেইউ/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।