এক নজরে কল্যাণপুরের সব ঘটনা


প্রকাশিত: ১১:১৩ এএম, ২৬ জুলাই ২০১৬

রাজধানীর কল্যাণপুরে যৌথবাহিনীর অভিযানে ৯ জঙ্গি নিহত হয়েছে। মঙ্গলবার ভোরে কল্যাণপুরের ৫ নম্বর রোডের ‘জাহাজ বাড়ি’ নামক একটি বাড়িতে ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করে যৌথবাহিনী। অভিযানের নাম দেয়া হয়েছে ‘অপারেশন স্টোর্ম ২৬।’

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে পুলিশ এক জঙ্গিকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করেছে। এছাড়া অভিযান শেষে ওই ‘জঙ্গি আস্তানা’ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে পুলিশ।

চলুন একনজরে জেনে নেয়া যাক কল্যাণপুরের সব ঘটনা-

## কল্যাণপুরে র‌্যাব-পুলিশের অভিযানে ৯ জঙ্গি নিহত

## কল্যাণপুরে দ্রুত পদক্ষেপ ভয়াবহ পরিস্থিতি থেকে রক্ষা করেছে

## নিহত জঙ্গিদের বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল : স্বরাষ্ট্রমন্ত্রী

## যেভাবে শুরু অভিযান, যেভাবে শেষ

## গুলশানের মতো বড় ঘটনার পরিকল্পনা ছিল : আইজিপি

## কল্যাণপুর ও গুলশানের জঙ্গিরা একই গ্রুপের : পুলিশ

## ভয়ানক রাত পার করলাম

## কল্যাণপুরেও কালো পাঞ্জাবি ও পতাকা

## আল্লাহু আকবর বলে গুলি চালায় জঙ্গিরা

## কল্যাণপুরের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে আজ

## জানালা দিয়ে দেখি অনেক পুলিশ...

## ‘জাহাজ বিল্ডিং’ থেকে ৪২ জনকে নিয়ে গেছে পুলিশ

## কল্যাণপুর অভিযানে আহত রিগ্যানের পরিচয় মিলেছে

## জঙ্গি আস্তানার আধা কিলোমিটার দূরেই র‌্যাব অফিস

## জঙ্গিদের কয়েকজনের নাম জানা গেছে

## নিহত জঙ্গিদের তথ্য ফরম নেই

## সেই বাড়ির ভেতরে ২০-২৫ জন আটকে আছেন

## ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট

## ঢামেক মর্গে জঙ্গিদের মরদেহ

##‘অপারেশন স্টোর্ম-২৬’ এর আগেই জঙ্গিবিরোধী কর্মসূচি শুরু করে আওয়ামী লীগ

##কল্যাণপুর অভিযানে আহত রিগ্যানের পরিচয় মিলেছে

অভিযান শেষে মঙ্গলবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, রাজধানীর গুলশানে সন্ত্রাসী হামলার ধরন, পোশাকসহ অন্য সবকিছু কল্যাণপুরের নিহত জঙ্গিদের সঙ্গে মিল রয়েছে। প্রাথমিক তথ্য-প্রমাণে আমরা জানতে পেরেছি গুলশানের জঙ্গিরা ও কল্যাণপুরের জঙ্গিরা একই গ্রুপের।

এছাড়া হামলাকারীরা সবাই ২০-২৫ বছর বয়সী। তাদের পরিচয় এখনো পাওয়া না গেলেও অধিকাংশই উচ্চশিক্ষিত বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ১ জুলাই গুলশানের হলি আর্টিসান রেস্তোরাঁয় ২০ জন জিম্মিকে হত্যা করে জঙ্গিরা। এছাড়া ওই ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনীর দুই সদস্য শাহদাতবরণ করেন। পরে এক কমান্ডো অভিযানে ৬ জঙ্গি নিহত হয়।

আরএস/এবিএস/এমএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।