ঢামেকে নেয়া হচ্ছে কল্যাণপুরে নিহতদের মরদেহ


প্রকাশিত: ১০:৪৪ এএম, ২৬ জুলাই ২০১৬

রাজধানীর কল্যাণপুরে তাজ মঞ্জিল অর্থাৎ জাহাজ বিল্ডিং বাড়ি হতে ১২টি গাড়ি বাইরে বের হয়ে এসেছে।

মঙ্গলবার বিকেল ৪টা ২০ মিনিটে সেখান থেকে এ গাড়িগুলো বের হয়ে যায়।

এর মধ্যে ৬টি অ্যাম্বুলেন্স। যৌথবাহিনীর অভিযানে নিহত ৯ জঙ্গির মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছে বলে জানা গেছে।

মঙ্গলবার ভোরে কল্যাণপুরের ৫ নম্বর রোডের ‘জাহাজ বাড়ি’ নামক একটি বাড়িতে ঘণ্টাব্যাপী এ অভিযান চলে। অভিযানের নাম দেয়া হয়েছে ‘অপারেশন স্টোর্ম ২৬’।

বাড়িটি ছয়তলা। প্রতি তলায় চারটি করে ইউনিট। বাড়ির মালিক আতাহার উদ্দিন আহমেদ থাকেন দ্বিতীতলায়। ১ ও ৩ তলায় ফ্যামিলি বাসা। চার থেকে ছয়তলা পর্যন্ত মেস। এর মধ্যে পাঁচতলায় থাকতো জঙ্গিরা।

জেইউ/এসএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।