নিহত জঙ্গিদের বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল : স্বরাষ্ট্রমন্ত্রী


প্রকাশিত: ০৭:২৪ এএম, ২৬ জুলাই ২০১৬
ফাইল ছবি

কল্যাণপুরে পুলিশি অভিযানে নিহত জঙ্গিদের বড় ধরনের কোনো নাশকতা ঘটানোর পরিকল্পনা ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তবে আমাদের গোয়েন্দা সংস্থা ও আইন-শৃঙ্খলা বাহিনী ত্বরিত সফলভাবে তা নস্যাৎ করে দিতে সক্ষম হয়েছে। এতেই প্রমাণ হয় যে আমাদের গোয়েন্দা সংস্থা ও আইন-শৃঙ্খলা বাহিনী সন্ত্রাস ও জঙ্গি দমনে দক্ষতা অর্জন করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আজ (মঙ্গলবার) সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের এসব কথা বলেন।

এ সময় তিনি জনগণকে আতংকিত না হয়ে জঙ্গিবাদ নির্মূলে সকলকে সহযোগিতা করার আহ্বান জানান। তিনি বলেন, এদেশে যারা আইএস বলে দাবি করছে, তারাই জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি), তারাই ছাত্রশিবির।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, গুলশানের হলি আর্টিসানে হামলাকারীরা মাদকাসক্ত ছিল কি না তা নিশ্চিত হতে লাশের ভিসেরা টেস্ট করা হয়েছে। রিপোর্ট পেলেই জানা যাবে তারা সত্যিই মাদকাসক্ত ছিল কি না।

এমইউএইচ/এমএমজেড/এমএস/এমএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।