কল্যাণপুরের জঙ্গি আস্তানায় বিপুল বিস্ফোরক রয়েছে


প্রকাশিত: ০৪:২৮ এএম, ২৬ জুলাই ২০১৬
ফাইল ছবি

রাজধানীর কল্যাণপুরের যে বাড়িটি থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয় সেখানে বিপুল পরিমাণ বিস্ফোরক ও অস্ত্র রয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। সেগুলো উদ্ধারে সিআইডির ক্রাইম সিন ইউনিট কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে ঘটনাস্থলে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

দুপুরে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান আছাদুজ্জামান মিয়া।

উল্লেখ্য, মঙ্গলবার ভোরে কল্যাণপুরের পাঁচ নম্বর সড়কে অভিযান চালায় যৌথ বাহিনী। ‘অপারেশন স্টর্ম ২৬’ নামে ঘণ্টাব্যাপী অভিযানে ৯ জঙ্গি নিহত হয়, একজনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়। পুলিষ প্রাথমিকভাবে ধারণা করছে, নিহত জঙ্গিরা জেএমবি সদস্য।     

জেইউ/এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।