প্রস্তুত র‌্যাব-পুলিশ-বোমা ডিস্পোজাল ইউনিট, সকালে অভিযান


প্রকাশিত: ১০:১৮ পিএম, ২৫ জুলাই ২০১৬

রাজধানীর কল্যাণপুরের ৫ নং সড়কের জঙ্গি আস্তানাটি ঘিরে রেখেছে পুলিশ। ঘটনাস্থলে র‌্যাব, পুলিশ এবং পুলিশের বোমা ডিস্পোজাল ইউনিটের সদস্যরা উপস্থিত রয়েছেন। মঙ্গলবার সকাল ৬টার পর অভিযান চালানো হতে পারে বলে জানিয়েছেন কয়েকজন পুলিশ সদস্য।

পুলিশের মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জমির উদ্দিন বলেন, পুলিশ বাড়িটি ঘিরে রেখেছে। ভোর ৬টার দিকে ওই বাড়িতে অভিযান চালানো হবে।

এর আগে সোমবার দিবাগত রাতে কল্যাণপুরের ৫ নম্বর সড়কের একটি বাড়িতে জঙ্গি আস্তানার খোঁজে পুলিশ অভিযান চালালে জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

জঙ্গিরা `নারায়ে তাকবির` ও `আল্লাহু আকবর` বলে পুলিশের উপর গুলি চালাতে শুরু করে। এসময় বেশ কয়েকটি বোমা বিস্ফোরণের শব্দও পাওয়া গেছে।

পুলিশ সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে। বর্তমানে বিপুল সংখ্যক পুলিশ ওই বাড়িটি ঘিরে রেখেছে। স্থানীয় বাসিন্দাদের অনেকের বাসায় তল্লাশি চলছে বলেও জানা গেছে।

এআর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।