মাওয়া ফেরিঘাট থেকে ঘাতক ট্রাক চালক আটক


প্রকাশিত: ০৪:০৪ এএম, ১২ জানুয়ারি ২০১৫

রাজধানীর ফকিরাপুলে ট্রাকের সঙ্গে একটি পুলিশবাহী বাসের সংঘর্ষে দুই নারী পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় ট্রাকের চালক সেলিমকে আটক করেছে পুলিশ।

রোববার দিবাগত রাত ১২টার দিকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন, মতিঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরমান আলী।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পালানোর সময় মাওয়া ফেরিঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রসঙ্গত, রোববার ভোর সোয়া ৬টার দিকে রাজারবাগ পুলিশ লাইনস থেকে বাসে করে অবরোধের ডিউটি পালনের জন্য যাচ্ছিলেন পুলিশ সদস্যরা।

এ সময় ফকিরাপুল মোড়ে ট্রাকের সঙ্গে পুলিশ বহনকারী বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন আকলিমা (২৫) ও মুনীরা (২৩)। আহত হন অন্তত আরো নয়জন।

আকলিমা কিশোরগঞ্জের কুলিয়ারচরের খিরপুর এলাকার গোলাম মোস্তফার মেয়ে এবং মুনীরা দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ভবানীপুর গ্রামের বুলু মিয়ার মেয়ে।

জেইউ/এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।