গুলশান হামলা : ভয় পেলে যুদ্ধে জয়ী হবো না


প্রকাশিত: ১০:১৬ এএম, ২৫ জুলাই ২০১৬

গুলশানের হলি আর্টিসান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার ঘটনায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নেয়া পদক্ষেপ তুলে ধরে মেয়র আনিসুল হক বলেছেন, আমরা যদি ভয় পাই, তাহলে আমরা এই যুদ্ধে জয়ী হবো না।

সোমবার রাজধানীর মোহাম্মদপুরে একটি কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।

আনিসুল হক বলেন, আমরা গুলশানে ৯টি গেট করেছি। গুলশানে যাতায়াতে যাত্রী পরিবহনে বিশেষ ব্যবস্থা করছি। বনানীতে চারটি গেট করছি। ৫০০ রিকশা এনেছি, তা আলাদা রঙ করা হচ্ছে। লোকাল সিকিউরিটি বাহিনী গড়ে তুলছি।

তিনি বলেন, রাজনীতিকভাবে আমরা সব সময় কোন না কোন ষড়যন্ত্রের শিকার হই। বিদেশিরা ভয় পেয়ে যাচ্ছে তাদের এই ভয় থেকে বের করে আনতে হবে।  

এ সময় উপস্থিত নেতাদের উদ্দেশ্যে মেয়র বলেন, আমরা যেন কাউকে ভয় না দেখাই। আমরা যেন সবাইকে সাহস দেই।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি রহমতুল্লাহর সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাদেক খান। সভায় আরো উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক ও আন্তর্জাতিক সম্পাদক কর্নেল (অব.) ফারুক খান।

এইউএ/জেএইচ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।