উঠানের মাটির নিচ থেকে রূপালী ব্যাংকের টাকা উদ্ধার


প্রকাশিত: ০৩:৩৬ পিএম, ১১ জানুয়ারি ২০১৫

রূপালী ব্যাংকের ফরিদপুর শাখা থেকে খোয়া যাওয়া ১ কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকার মধ্যে ১ কোটি ২২ লাখ টাকা উদ্ধার হয়েছে। রোববার ওই ব্যাংক শাখার ক্যাশ সহকারী আবুল কালামের বাড়ির উঠানে মাটির নিচে প্লাস্টিকের ড্রাম থেকে টাকাগুলো উদ্ধার করা হয়।

পরে আটক আবুল কালাম আজাদ জানান, ব্যাংকের নৈশপ্রহরীর সহায়তায় টাকা চুরি করা হয়। বাকি টাকা তিনি তার নিজস্ব হিসাবে রেখেছেন। সে গুলো ফেরত দেবেন বলে তিনি জানান।

ফরিদপুর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুনীল কর্মকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, টাকাগুলো একটি ছোট আকারের ড্রামের মধ্যে ভরে বাড়ির উঠানের মাটি কেটে রাখা হয়েছিল। টাকা উদ্ধারের সময় রূপালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফরিদপুরের পুলিশ সুপার মো. জামিল হাসান জানান, চুরি হওয়া ঘটনা শোনার পর সকালে আবুল কালাম আজাদসহ ব্যাংকের কয়েক কর্মচারী ও গার্ডকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে আবুল কালাম আজাদ টাকা চুরির পর তার বাড়ির আঙ্গিনায় টাকা পুঁতে রেখেছে বলে জানায়। পরে পুলিশ অভিযান চালিয়ে টাকা উদ্ধার করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।