হরতাল-অবরোধে বিআইএ’র উদ্বেগ প্রকাশ
২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে আবার জাতীয়তাবাদী ছাত্রদলের হরতাল আহবানে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের (বিআইএ) সভাপতি শেখ কবির হোসেন। রোববার এক সংবাদ বিজ্ঞাপ্তিতে বিআইএ সভাপতি এ উদ্বেগ প্রকাশ করেন।
বিজ্ঞাপ্তিতে তিনি বলেন, প্রতিনিয়ত হরতাল ও অবরোধের কারণে দেশের ব্যবসা-বাণিজ্য, যানমাল ও সম্পত্তির ব্যাপক ক্ষয়-ক্ষতি হচ্ছে। ২০১৪ সালে বীমা শিল্পসহ দেশের অর্থনীতির সাথে সম্পর্কিত অধিকাংশ খাতে আশানুরূপ প্রবৃদ্ধি হয়েছে। আমদানি ও রপ্তানি বেড়েছে। ব্যবসায়ীরা একটু ঘুরে দাড়ানোর চেষ্টা করছে। এই মুহুর্তে রাজনৈতিক দলগুলোর ডাকা হরতাল ও অবরোধের কারনে দেশে আবারও বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে। এতে ব্যবসা-বাণিজ্য মারাত্বকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
শেখ কবির হোসেন বলেন, হরতাল ও অবরোধ দেশী বিদেশী বিনিয়োগকারীদের ব্যাপকভাবে নিরুৎসাহিত করেছে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ শিক্ষার প্রতিটি স্তরেই ভর্তি পরীক্ষাসহ সার্বিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
তিনি দেশে চলমান সংকট উত্তরনে প্রতিটি রাজনৈতিক দলকে যুক্তি ও নিয়মের মধ্যে থেকে হরতাল ও অবরোধকে পরিত্যাগ করে তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার আহবান জানান।
জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন এবং সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর আন্তর্জাতিক সম্মামনা অর্জন বিশ্বের কাছে বাংলাদেশের গণতন্ত্রকে আরো সুস্পষ্ট করে তুলেছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
আরএস