অনুমতি সাপেক্ষেই সমাবেশ করবে আ.লীগ


প্রকাশিত: ০১:০৫ পিএম, ১১ জানুয়ারি ২০১৫

যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়েই আওয়ামী লীগ সোমবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করা হবে বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারন সম্পাদক মাহাবুব উল আলম হানিফ। বোরবার বিকালে হানিফের নেতৃত্বে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা সোহরাওয়ার্দী উদ্যানের জনসভার সর্বশেষ প্রস্তুতি পর্যবেক্ষণ শেষে তিনি এ কথা জানান।

হানিফ সাংবাদিকদের বলেন, অনুমতি নিয়েই সমাবেশ হবে। ঘরের মধ্যে বসে অবরোধের নামে পিকনিক করছে বিএনপি। দলটি সন্ত্রাসী কর্মকাণ্ড দিয়ে জাতিকে আতঙ্কিত করে মিথ্যাচারের রাজনীতি শুরু করেছে।

হানিফ বলেন, দেশবাসী বিএনপির এই নাশকতা ও দেশবিরোধী কার্মকাণ্ড মেনে নেবে না। রেলের ফিশপ্লেট তুলে ফেলা কোনও রাজনীতি নয়। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ নেতা মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম, হাবিবুর রহমান সিরাজ, সানজীদা খানম, অসিম কুমার উকিল, আমিনুল ইসলাম, মোল্লা মো. আবু কাউসার, পঙ্কজ দেবনাথ, ছাত্রলীগ নেতা শামসুল কবির রাহাত প্রমুখ।

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোমবার বেলা দুটায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে আওয়ামী লীগ। কিন্তু রাজধানী ঢাকায় এখনো সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সমাবেশ করতে এখনো অনুমতি পাননি ক্ষমতাসীন আওয়ামী লীগ।

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।