গুলশান হামলায় ব্যবহৃত অস্ত্রের উৎসের খোঁজ পেয়েছে পুলিশ


প্রকাশিত: ০৬:০৫ এএম, ২৫ জুলাই ২০১৬

রাজধানীর গুলশানে হলি আর্টিসান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় ব্যবহৃত অস্ত্র কোথা থেকে এসেছিল পুলিশ তা জানতে পেরেছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। এ ঘটনার মাস্টারমাইন্ড হিসেবে দু-একজনের নাম পাওয়া গেছে বলেও জানিয়েছেন তিনি।’

সোমবার মিরপুরের পুলিশ স্টাফ কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা জানান আইজিপি।  

গুলশান হামলার মাস্টারমাইন্ড হিসেবে যাদের নাম পাওয়া গেছে শিগগিরই তাদের গ্রেফতারে অভিযান শুরু হবে বলেও জানান শহীদুল হক।

সাম্প্রতিক সময়ে জঙ্গি হামলার পর র‌্যাব যে নিখোঁজ তালিকা দিয়েছে পুলিশও এমন কোনো তালিকা দেবে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, নিখোঁজ মানেই জঙ্গি নয়। পুলিশ সকল নিখোঁজের তালিকা তৈরি করছে। সেগুলো যাচাই-বাছাই হচ্ছে। যারা জঙ্গি শুধু তাদের তালিকা আমরা প্রকাশ করবো।

অনুষ্ঠানে র‌্যাবের ডিজি, সিইডি প্রধানও উপস্থিত ছিলেন।

জেইউ/এনএফ/এমএস/এমএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।