ডেসটিনির এমডি ও চেয়ারম্যানের জামিন স্থগিত চেয়ে আবেদন


প্রকাশিত: ১২:৪২ পিএম, ২৪ জুলাই ২০১৬

ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন ও ডেসটিনি (ডিটুকে)-২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেনকে হাইকোর্ট থেকে দেওয়া জামিন স্থগিত চেয়ে আবেদন করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)। আবেদনের ওপর শুনানির জন্য ৩১ জুলাই দিন ঠিক করেছেন চেম্বার জজ আদালত।

রোববার দুদকের আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি মির্জা হোসেইন এ আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। ডেসটিনির পক্ষে ছিলেন ব্যারিস্টার আজমলুল হোসেন কিউসি।

এর আগে গত ২০ জুলাই নিম্ন আদালতে পাসপোর্ট জমা রাখার শর্তে  দুদকের দুই মামলায় রফিকুল আমিন ও মোহাম্মদ হোসেনের জামিন মঞ্জুর করেন হাইকোর্ট।

অ্যাডভোকেট খুরশিদ আলম খান বলেন, আদালতে আসামি পক্ষের আইনজীবীরা অঙ্গিকার করেছে ৩১ জুলাইয়ের আগে দুইজনের মুক্তির জন্য তারা কোন পদক্ষেপ নেবে না।

মামলার বিবরণে জানা যায়, অর্থপাচার ও আত্মসাতের অভিযোগে ২০১২ সালের ৩১ জুলাই রফিকুল আমিন ও মোহাম্মদ হোসেনের বিরুদ্ধে কলাবাগান থানায় আলাদা দুটি মামলা করে দুদক। মামলায় তাদের বিরুদ্ধে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা পাচার ও অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়।

ওই দুই মামলায় রফিকুল আমিন ও মোহাম্মদ হোসেন ২০১২ সালের ১১ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে তা না মঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর আদেশ হয়।

এফএইচ/এএইচ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।