গাজীপুরের এসপির গ্রামের বাড়িতে আগুন


প্রকাশিত: ০৭:৩৪ এএম, ১১ জানুয়ারি ২০১৫

গাজীপুরের পুলিশ সুপার হারুন-অর-রশীদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলা শহরের উকিলপাড়ায় আগুন দিয়েছে দৃর্বৃত্তরা। এছাড়া তার এক আত্মীয়ের বাড়িতেও হাতবোমা ফাটানো হয়েছে।

শনিবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি বলে জানিয়েছেন কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, গভীর রাতে বিস্ফোরণের শব্দে প্রতিবেশীরা বেরিয়ে এসে হারুন-অর-রশীদের গ্রামের বাড়ির ফটকের সামনে আগুন জ্বলতে দেখেন।

একই সময় হারুন-অর-রশীদের বাড়ির পাশে তার ফুপু মরিয়ম বেগমের বাসার কলাপসিবল গেইটের বাইরে থেকে তালা দিয়ে হাতবোমা ফাটায় দৃর্বৃত্তরা।

মরিয়ম বেগম বলেন, বিস্ফোরণ ও আগুনের ঘটনায় বসার সদস্যদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

তবে রোববার দুপুর পর্যন্ত থানায় কোনো মামলা করা হয়নি বলে ওসি মীর মোশারফ হোসেন জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।