উল্টোপথে চলায় ৩২০ গাড়ির বিরুদ্ধে মামলা


প্রকাশিত: ০৮:৩৭ এএম, ২৪ জুলাই ২০১৬

রাজধানীতে উল্টোপথে (রং সাইডে) গাড়ি চালানোর দায়ে ৩২০টি যানবাহনের বিরুদ্ধে মামলা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। গতকাল শনিবার দিনব্যাপী অভিযানে মামলাগুলো করা হয়েছে বলে রোববার জাগো নিউজকে জানিয়েছে ডিএমপি।
 
ডিএমপি জানায়, ‘উল্টোপথে যানবাহন চালানো পুরোপুরি বেআইনি। এতে যেমন একদিকে যানজট সৃষ্টি হয়, তেমনি কখনও একজন সুনাগরিকের পরিচয় বহন করে না। আর তাই উল্টো পথে যানবাহন চলাচল রোধে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।’
 
জানা গেছে, ট্রাফিক বিভাগের অভিযানে গতকাল (শনিবার) রাজধানীতে মোট ৩ হাজার ৪৭২টি মামলা দায়ের করা হয়েছে। এসব যানবাহনের বিরুদ্ধে হাইড্রোলিক হর্ন, হুটার বেকন লাইট, উল্টোপথে চলাচল, কালো গ্লাস ব্যবহার করার অভিযোগ ছিল। দায়ের করা এসব মামলায় ডিএমপির পক্ষে মোট ৫ লাখ ২১ হাজার ১৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
 
এছাড়া হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে রাজধানীতে সাতটি গাড়িকে র‌্যাকারিং করা হয়েছে। ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক দক্ষিণ) মফিজ উদ্দিন আহম্মেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
 
এআর/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।