মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের একধাপ অগ্রগতি


প্রকাশিত: ০৮:১৮ এএম, ২৪ জুলাই ২০১৪

ইউএনডিপি’র বার্ষিক মানবসম্পদ উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান এক ধাপ এগিয়েছে। এখন মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশের অবস্থান ১৪২তম। এর আগে বাংলাদেশের অবস্থান ছিল ১৪৩তম।

এদিকে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কার অবস্থান ৭৩, ভারতের ১৩৫ ও পাকিস্তানের অবস্থান ১৪৬তম স্থান।

আজ বৃহস্পতিবার ইউএনডিপির ওয়েব সাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ইউডিপির প্রধান কার্যালয় জাপানের টোকিওতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ইউএনডিপির রিপোর্টে আরো বলা হয়, মানবসম্পদ উন্নয়ন সূচকে প্রথম অবস্থানে রয়েছে নরওয়ে, দ্বিতীয় অস্ট্রেলিয়া, তৃতীয় সুইজারল্যান্ড, চতুর্থ নেদারল্যান্ডস, পঞ্চম যুক্তরাষ্ট্র, ষষ্ঠ জার্মানি, সপ্তম নিউজিল্যান্ড, অষ্টম কানাডা, নবম সিঙ্গাপুর ও দশম অবস্থানে ডেনমার্ক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।