গাজায় নিহতের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে
হামাস নিয়ন্ত্রিত গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। ১৬ দিনের অব্যাহত হামলায় ৭১৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার আল-জাজিরার প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, একই সময়ে রকেট হামলায় দুই বেসামরিক ইসরাইলি ও গাজায় ৩২ জন ইসরাইলি সৈন্য নিহত হয়েছে।
বুধবার গাজার পশ্চিমাঞ্চলে ট্যাঙ্ক হামলা চালিয়েছে ইসরাইল। এছাড়া হামাসের সঙ্গে তাদের গুলিবিনিময় হয়েছে। গতকালের এই হামলায় ১৭ জন নিহত হয়েছেন।
এদিকে গতকাল জেনেভায় গাজায় ইসরায়েলি হামলার স্বাধীন তদন্তের পক্ষে ভোট দিয়েছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল। কাউন্সিলের ৪৭ সদস্যের মধ্যে ২৯ সদস্য তদন্তের পক্ষে ভোট দেয়। অনেক ইউরোপীয় রাষ্ট্রসহ ১৭ সদস্য ভোট দেওয়া থেকে বিরত থাকে এবং তদন্তের বিপক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক শীর্ষ কর্মকর্তা নাভি পিল্লাই গাজায় ইসরাইলের সামরিক অভিযানের নিন্দা করে বলেছেন, এই অভিযানে ইসরায়েল যা করেছে তা যুদ্ধাপরাধ হিসাবে গণ্য হতে পারে।
গাজা থেকে ইসরায়েলকে লক্ষ্য করে রকেট হামলা চালানো হচ্ছে এবং তা প্রতিহত করার জন্য অভিযান চালাচ্ছে এমন কথা বলে গত ৮ জুলাই ইসরাইল হামলা শুরু করে।