ইজতেমার আখেরি মোনাজাত সকাল ১০টার পর


প্রকাশিত: ০১:০৩ পিএম, ১০ জানুয়ারি ২০১৫

রোববার সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। শনিবার এ তথ্য জানিয়েছেন গাজীপুর জেলা প্রশাসক।

শুক্রবার বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে টঙ্গীর তুরাগতীরে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ওইদিন জুমার নামাজে বিশ্বের ৫০টি দেশ থেকে আগত প্রায় ৫ হাজার মুসল্লিও অংশ নেন।

এদিকে শনিবার আমবয়ানের মধ্য বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন চলছে। রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষে হবে এবারের প্রথম পর্বের ইজতেমা।

এদিকে বিশ্ব ইজতেমায় দুই দিনে পাঁচ মুসল্লির মৃত্যু হয়েছে। ইজতেমার দ্বিতীয় দিন শনিবার তিনজন আর প্রথম দিন শুক্রবার দুই জনের মৃত্যু হয়। বার্ধক্য ও শ্বাসকষ্টজনিত রোগে তাদের মৃত্যু হয়েছে বলে টঙ্গী সরকারি হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন।

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।