বিশ্ব ইজতেমায় ৫ মুসল্লির মৃত্যু


প্রকাশিত: ১১:২৪ এএম, ১০ জানুয়ারি ২০১৫

রাজধানীর অদূরে টঙ্গীর তুরাগতীরের বিশ্ব ইজতেমায় দুই দিনে পাঁচ মুসল্লির মৃত্যু হয়েছে। ইজতেমার দ্বিতীয় দিন শনিবার তিনজন আর প্রথম দিন শুক্রবার দুই জনের মৃত্যু হয়। বার্ধক্য ও শ্বাসকষ্টজনিত রোগে তাদের মৃত্যু হয়েছে বলে টঙ্গী সরকারি হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন।

নিহতরা হলেন- খায়রুল কবীর (৬০), রিয়াজউদ্দিন (৭০) ও মো. কফিলউদ্দিন নামে তিন মুসল্লি শনিবার মারা যান। আর শুক্রবার রাতে মারা যান জাহাঙ্গীর আলম (৬৫) ও আব্দুস সালাম (৫০)।

টঙ্গী হাসপাতালের আরএমও ডা. মাহবুব জানায়, শনিবার সকাল ৯টায় খায়রুল কবীর ও রিয়াজউদ্দিন অসুস্থ হয়ে পড়লে তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাদের বাড়ি কিশোরগঞ্জ জেলায়।

আর কফিলউদ্দিন ভোর পৌনে ৪টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি নাটোরের নলডাঙ্গা উপজেলার মাঝেরনগর গ্রামের মৃত নাদের মণ্ডলের ছেলে।

এর আগে শুক্রবার রাত জাহাঙ্গীর আলম ও আব্দুস সালাম অসুস্থ হয়ে পড়লে তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।