নির্ভয়ে গাড়ি চালানোর আহ্বান নৌমন্ত্রীর


প্রকাশিত: ১১:০২ এএম, ১০ জানুয়ারি ২০১৫

নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান নির্ভয়ে গাড়ি চালানোর আহ্বান জানিয়ে বলেছেন, এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা দেয়া হবে।

মন্ত্রী শনিবার রাজধানীর গাবতলীতে পরিবহণ মালিক-শ্রমিকদের সাথে মতবিনিময়সভায় একথা বলেন।

মন্ত্রী বলেন, ২০ দলীয়  জোটের আন্দোলন জনগণের জন্য নয়। তারা আন্দোলনের নামে মানুষ হত্যা করছে। সভ্য জগতে যারা এ ধরনের অপকর্ম করে তাদের কোনো মানবিকতা নেই। তারা মানবজাতির শত্রু। তিনি বলেন, বিএনপি নেত্রী আন্দোলনের নামে যে ৭ দফা দিয়েছেন তা জনগণের দাবি নয়, পরিবহণ মালিক-শ্রমিকদেরও কোনো দাবি নয়।

শাজাহান খান ২০ দলীয় জোটের নেতাদের প্রতি আন্দোলনের নামে ধ্বংসযজ্ঞ বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, পরিবহণ সেক্টরে মালিক-শ্রমিকরা ঐক্যবদ্ধভাবে কাজ করছে। যারা মহান মুক্তিযুদ্ধের সময় হত্যাযজ্ঞ চালিয়েছিল তারাই গাড়ি ভাঙচুর ও ধ্বংস করছে।
    
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান, এলজিআরডি প্রতিমন্ত্রী মোঃ মশিউর রহমান রাঙ্গা, সংসদ সদস্য আসলামুল হক, পরিবহণ মালিক সমিতির আহবায়ক খন্দকার এনায়েতউল্লাহ এবং বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী বক্তৃতা করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।