আধিপত্য কমছে গুগলের


প্রকাশিত: ০৩:১৯ এএম, ১০ জানুয়ারি ২০১৫

আধিপত্য কমতে শুরু করেছে শীর্ষ সার্চ ইঞ্জিন গুগলের। গত বছরের নভেম্বরে ইউএস সার্চ সেবা খাতের ৭৭ দশমিক ৫ শতাংশ ছিল প্রতিষ্ঠানটির দখলে, যা ডিসেম্বরে ৭৫ দশমিক ৩ শতাংশে নেমে আসে। এর আগে ২০১৩ সালে সংশ্লিষ্ট খাতের ৭৯ দশমিক ৩ শতাংশ ছিল গুগলের দখলে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের বাজারে গুগলকে বাদ দিয়ে ফায়ারফক্স ব্রাউজার ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে ইয়াহুর সেবা ব্যবহারের ঘোষণা দেয় মজিলা করপোরেশন। এজন্য ইয়াহু ও মজিলা করপোরেশনের মধ্যে দীর্ঘমেয়াদি একটি চুক্তিও স্বাক্ষর হয়। এটিই ইউএস সার্চ সেবা খাতে গুগলের আধিপত্য কমে আসার অন্যতম কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

স্ট্যাটকাউন্টারের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সার্চ বাজারের যথাক্রমে ৩৭ ও ৩৪ শতাংশ দখলে নিয়ে আধিপত্য বিস্তার করে আছে গুগলের ক্রোম এবং মাইক্রোসফটের ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজার। এছাড়া সংশ্লিষ্ট খাতে মজিলা ব্রাউজারের দখল ১৪ শতাংশ। ২০১০ সালের পর ক্রোম ব্রাউজারের ব্যবহার চার গুণ হারে বেড়েছে যুক্তরাষ্ট্রে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।