পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়নের অগ্রগতি হচ্ছে


প্রকাশিত: ০২:৫২ পিএম, ০৯ জানুয়ারি ২০১৫

প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেছেন, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির পূর্ণ বাস্তবায়নে অগ্রগতি হচ্ছে। বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে ব্যাপক কাজ করেছে এবং ১৯৯৭ সালে স্বাক্ষরিত এই শান্তিচুক্তি পূর্ণ বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করছে।

শুক্রবার দুপুরে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বিষয় আলোচনা সভায় যোগদানের পর তিনি সাংবাদিকদের তিনি এ কথা জানান।

সাংবাদিকদের তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। সরকার শান্তিচুক্তির পরিপূর্ণ বাস্তবায়নে অত্যন্ত আন্তরিক।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) সাংবাদিকদের বলেন, চুক্তি পরিপূর্ণ বাস্তবায়নে সরকারের আন্তরিকতায় পিসিজেএসএস আশাবাদী। দেশের বৃহত্তর স্বার্থে ওই শান্তিচুক্তি বাস্তবায়িত হয়েছে। অতএব শান্তিচুক্তি বাস্তবায়নের দায়িত্ব ও কর্তব্য সরকারের।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরাও এ আলোচনায় অংশ নেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।