গাজার অসহায়দের জন্য অনন্ত জলিলের সহায়তা


প্রকাশিত: ০৪:৫০ এএম, ২৪ জুলাই ২০১৪

ফিলিস্তিনের গাজায় সংঘটিত গণহত্যার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে সারাবিশ্ব। বাংলাদেশের কিছু মানুষ ফিলিস্তিনিদের সাহায্যার্থে এগিয়ে এসেছেন। সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন চলচ্চিত্র প্রযোজক, পরিচালক ও অভিনেতা অনন্ত জলিল।

ফেসবুকে ‘হেল্প প্যালেস্টাইন : ইনডিপেনডেন্টলি’ পেইজের মাধ্যমে প্রচারণা চালিয়ে সবার কাছেই সাহায্য প্রার্থনা করা হচ্ছে। এ প্রসঙ্গে সংগঠনটির সঙ্গে জড়িত আসিব চৌধুরী বলেন, ‘আমরা ফিলিস্তিনি মানুষদের জন্য টাকা জোগাড় করছি। আমাদের পুরনো বই বিক্রি করছি। সম্প্রতি ইনডিপেনডেন্ট টেলিভিশনের একটি অনুষ্ঠানে এসেছিলেন অনন্ত জলিল ও বর্ষা। তাদের কাছে কথাটা তুলতেই অনন্ত জলিল ৫০ হাজার টাকা দিতে চেয়েছেন। আর টাকা দেওয়া কোনো বিষয় নয়। এ ধরনের উদ্যোগের সঙ্গে থাকতে পেরে তিনি অনেক বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেছেন।’

তিনি আরও বলেন, ‘আমাদের কাছে এটা আরও ভালো লেগেছে যে, তিনি নিজের থেকেই জিজ্ঞাসা করেছেন, আমাদের কাছে তিনি ৫০ হাজার টাকা কিভাবে পৌঁছে দেবেন? বুধবার অনন্ত জলিলের কাছ থেকে টাকা সংগ্রহ করা হয়েছে।’

আসিব চৌধুরী আরও বলেন, ‘অর্থ সংগ্রহের পর ফিলিস্তিনে তা পাঠানোর ব্যবস্থা করা হবে।

এই সংগঠনটির কর্তৃপক্ষ তাদের ফেসবুকে প্রচারণা চালানোর পাশাপাশি স্ট্যাটাসে লিখেছে, ‘বাংলাদেশে ফিলিস্তিন দূতাবাসের ঠিকানা। ওরা ওদের দেশের জন্যে এখান থেকে ফান্ড জমা করছে। যত কম টাকাই হোক, আপনার টাকায় হয়তো একটি আহত বাচ্চার এক দিনের ওষুধ খরচও হতে পারে। ঢাকার বাইরে যারা আছেন, তারা টেলিফোন নাম্বারটাতে ফোন করে বিকাশে টাকা পাঠানোর নিয়ম জেনে নিতে পারবেন। ফিলিস্তিন দূতাবাসের ঠিকানা : CES (C) # 4, Road #118, Gulshan Model Town, Dhaka. Telephone: 9893895-6, Fax: 8823517’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।