তারিনকে বিয়ে করলেন নিক্সন চৌধুরী


প্রকাশিত: ০৩:০৮ পিএম, ১৯ জুলাই ২০১৬

পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর কন্যা তারিন হোসেনকে বিয়ে করলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবর রহমান নিক্সন চৌধুরী।

সম্প্রতি তাদের মধ্যে পরিচয় এবং ঘনিষ্ঠতার সূত্র ধরেই এ পরিণয়। এতে উভয় পরিবারের সম্মতি রয়েছে বলে জানা গেছে। বর্তমানে তারা দেশের বাইরে হানিমুনে রয়েছেন। বুধবার তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে।

নিক্সন চৌধুরী জাতীয় সংসদের পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য। এটি তাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে। আগের সংসারে তারিনের এক সন্তান রয়েছে। নিক্সন চৌধুরীরও আগের সংসারে একটি মেয়ে রয়েছে।
 
নিক্সন চৌধুরী সাবেক সংসদ সদস্য ও বাংলার বাণীর অন্যতম প্রতিষ্ঠাতা ইলিয়াস আহমেদ চৌধুরী দাদাভাইয়ের সন্তান। তার আরেক ভাই নূর-ই-আলম চৌধুরী লিটন জাতীয় সংসদের সদস্য ও সাবেক হুইপ।

তারিন বর্তমানে দৈনিক ইত্তেফাকের ব্যবস্থাপনার সঙ্গে জড়িত। যুক্তরাষ্ট্রে লেখাপড়া করেছেন তারিন।

এএইচ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।