সতর্ক তবে উদ্বিগ্ন নই : আইনমন্ত্রী


প্রকাশিত: ০১:৪৮ পিএম, ১৯ জুলাই ২০১৬

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘মন্ত্রীদের কাছে ডিএমপি কমিশনারের পাঠানো সতর্কবার্তা নিয়ে আমরা সতর্ক, তবে উদ্বিগ্ন নই।’ মঙ্গলবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

পুলিশের পক্ষ থেকে পাঠানো খুদেবার্তার পর সতর্ক হয়েছেন কি না এবং বিষয়টি কীভাবে নিয়েছেন? জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমরা পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছি। পুলিশের কাছে হয়তো কোনো তথ্য আছে। সেই তথ্যের ভিত্তিতে তারা জানিয়েছে আমরা যেন সাবধানে থাকি।’

এর আগে আইনমন্ত্রীর সঙ্গে বৈঠক করে নেপালের আইন কমিশনের একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন আইনমন্ত্রী।

নেপালের প্রতিনিধি দলটি বাংলাদেশের খাদ্য নিরাপত্তা সংক্রান্ত আইন নিয়ে আলোচনা করেছে উল্লেখ করে তিনি বলেন, ঘাটতি কাটিয়ে দেশে এখন খাদ্য উদ্বৃত্ত আছে। ফলে নিরাপদ খাদ্যের বিষয়টি এখন সামনে এসেছে।

মন্ত্রী আরো জানান, জনগণের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে একটি আইন করা হয়েছে। এসব নিয়েই নেপালের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা হয়েছে।

এমইউএইচ/এমএমজেড/এসএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।