শেরপুরে শ্রমজীবীদের মাঝে কম্বল বিতরণ


প্রকাশিত: ০৮:২৮ এএম, ০৯ জানুয়ারি ২০১৫

শেরপুরে শীতার্ত দরিদ্র শ্রমজীবীদের শীতের কষ্ট লাঘবে এগিয়ে এসেছে জেলা প্রশাসন ও বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আশা’।

শুক্রবার শহরের হরিজন পল্লীর বাসিন্দা রবিদাস সম্প্রদায় এবং কালেক্টরেট মসজিদে কর্মরত শীতার্ত নির্মাণ শ্রমিকদের মধ্যে এসব কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন।

এ সময় আশা’র জেলা ব্যবস্থাপক টিএম. আব্দুল হালিম ও আঞ্চলিক ব্যবস্থাপক এসএম. আমজাদ উপস্থিত ছিলেন।

এর আগে শহরের পশ্চিম শেরী এলাকার ‘মাদ্রাসাতুল আমা’ অন্ধদের মাদ্রাসার এতিম এবং সরকারি বালিকা শিশু পরিবারের এতিমদের মধ্যেও কম্বল বিতরণ করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন জানান, এই শীতে সরকারিভাবে জেলায় প্রথম দফায় ৫২টি ইউনিয়নের প্রতিটিতে ২০০ করে কম্বল বিতরণ করা হয়। পরবর্তীতে জেলায় অসহায়-দরিদ্র শীতার্থদের জন্য আরও ২ হাজার ৭০০ কম্বল এবং আরেক দফায় আরও ৮০০ কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়া প্রতিবন্ধি এবং ষাটোর্ধ বয়স্কদের জন্য সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে আরও ৬০০ কম্বল বরাদ্দ পাওয়া গেছে। এছাড়া বেসরকারিভাবেও বিভিন্ন সংস্থার পক্ষ থেকে জেলায় আরও বেশকিছু কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।