হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এম এ জামানের ইন্তেকাল


প্রকাশিত: ০৮:৫০ এএম, ১৯ জুলাই ২০১৬

প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ও মেট্রোপলিটন মেডিকেল সেন্টারের (এমএমসি) ব্যবস্থাপনা পরিচালক ডা. এম এ জামান মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এমএমসিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪। বেশ কিছুদিন ধরে তিনি এমএমসিতে লাইফ সাপোর্টে ছিলেন।

এম এ জামান বাংলাদেশ মেডিকেল কলেজের সাবেক প্রিন্সিপাল ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক।

স্ত্রী, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। মঙ্গলবার বাদ আসর এলিফ্যান্ট রোডে বায়তুল মামুর মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

১৯৪২ সালের ২১ ফেব্রুয়ারি মানিকগঞ্জের সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এম এ জামান।

এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।