শ্রাবণের বৃষ্টি থাকবে আরো দুই দিন


প্রকাশিত: ০৬:৫৩ এএম, ১৯ জুলাই ২০১৬
ফাইল ছবি

শ্রাবণ মানেই আকাশজুড়ে কালো মেঘের ঘনঘটা। শ্রাবণের প্রথম থেকে শুরু হওয়া দেশব্যাপী বৃষ্টি অব্যাহত রয়েছে। থেমে থেমে বৃষ্টির এ ধারা আরো দুই দিন থাকবে। আবহাওয়া অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি সপ্তাহের শেষান্তে কিছুটা কমতে পারে বলে আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস। এদিকে টানা বৃষ্টির কারণে রাজধানীর অনেক সড়কেই পানি জমে থাকতে দেখা গেছে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

আবহাওয়া অফিস জানায়, জুলাই মাসের শুরু থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও ভারি বৃষ্টিপাত হচ্ছে। মঙ্গল ও বুধবারও রাজধানীতে হালকা থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
 
মঙ্গলবার ভোর থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। এর আগে মধ্য রাতের দিকেও কোথাও কোথাও হালকা বৃষ্টির খবর পাওয়া গেছে। রাজধানীতে শনি ৯, রবি ১৩ ও সোমবার ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।

জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।