রমজানে বাজার মনিটরিং করবে বাণিজ্য মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১২ এএম, ২৯ জুন ২০১৪

রমজান মাসে সারাদেশে দ্রব্যমূল্য তালিকা প্রদর্শনের নির্দেশ দেয়া হয়েছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, রমজানে বাজার নিয়ন্ত্রণ করতে বাণিজ্য মন্ত্রণালয় ঢাকা মহানগরের ১৪টি টিম বাজার মনিটরিং করবে। রোববার জাতীয় সংসদে ২০১৪-১৫ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম হাজারীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।
 
মন্ত্রী তোফায়েল বলেন, পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সরকার সচেষ্ট। বাজারমূল্য সহনীয় রাখতে ব্যবসায়ী নেতারা আশ্বাস দিয়েছেন। ঢাকা মহানগরে ১৪টি টিম বাজার মনিটরিং করবে। একই সাথে ভোক্তা অধিকার, জেলা-উপজেলা প্রশাসন মোবাইল কোর্টের মাধ্যমে বাজার মনিটরিং করবে। সারাদেশে মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
 
মন্ত্রী আরও জানান, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ’র (টিসিবি) নিয়ন্ত্রণে ৩ হাজার ৩২ জন ডিলারের মাধ্যমে সারাদেশে চিনি, মশুর ডাল, ভোজ্যতেল, ছোলা ও খেজুর সাশ্রয়ী মূল্যে বিক্রয় করা হবে।
 
রমজানের ১৫ দিন আগে, রমজানের প্রথম সপ্তাহ ও রমজানের মাঝামাঝি মোট তিনটি কিস্তিতে ডিলারদের মাধ্যমে টিসিবি’র পণ্য বিক্রয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এর পাশাপাশি নিজস্ব ১০টি খুচরা বিক্রয় কেন্দ্রের মাধ্যমে পণ্য বিক্রয় করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।