দেশে ৯ লাখ মেট্রিক টনেরও বেশি খাদ্যশস্য মজুদ রয়েছে


প্রকাশিত: ০১:০৫ পিএম, ১৮ জুলাই ২০১৬

দেশে ধান, গম ও চাল মিলিয়ে ৯ লাখ ৩ হাজার ৪১২ মেট্রিক টন খাদ্যশস্য মজুদ রয়েছে। এর মধ্যে ধানের মজুদ রয়েছে ২ লাখ ৫৬ হাজার ২২১ মেট্রিক টন। চালের মজুদ রয়েছে ৩ লাখ ৩৫ হাজার ২১০ মেট্রিক টন। আর গমের মজুদ রয়েছে ৩ লাখ ৪৩ হাজার ২৫৮ মেট্রিক টন।

সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে দিদারুল আলমের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী মো. কামরুল ইসলাম এসব তথ্য জানান।

এম আব্দুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সরকার স্বল্প ও সীমিত আয়ের জনগোষ্ঠীকে কম দামে খাদ্যপণ্য সরবরাহের লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে ৫০ লাখ পরিবারকে বছরের কর্মাভাবকালীন ৫ মাস পরিবার প্রতি মাসিক ৩০ কেজি হারে চাল সরবরাহের উদ্যোগ গ্রহণ করেছে। বর্তমানে বাস্তবায়ন প্রক্রিয়া চলমান রয়েছে। ইউনিয়ন পর্যায়ে তালিকা প্রণয়নের কাজ চলছে। আগামী সেপ্টেম্বর মাস হতে এটি কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।

এইচএস/জেএইচ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।