বিশ্ব ইজতেমা ২০১৫ উপলক্ষে রাষ্ট্রপতির বাণী


প্রকাশিত: ০৪:৫৯ পিএম, ০৮ জানুয়ারি ২০১৫

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বিশ্ব ইজতেমা ২০১৫ উপলক্ষে বাণী দিয়েছেন। বাণীতে তিনি বলেছেন...

    “বিশ্ব ইজতেমা ২০১৫ উপলক্ষে ইজতেমার বিশাল সমাবেশে আগত বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লিদের আমি স্বাগত জানাই। বাংলাদেশ প্রতি বছর সফলভাবে এই বিশ্ব ইজতেমা আয়োজন করতে সক্ষম হচ্ছে বলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জানাই লাখো শুকরিয়া।

    ইসলামের সুমহান আদর্শ সমগ্র মানবজাতির চলার পথের পাথেয়। আমরা ইসলামের আদর্শ অনুসরণের মাধ্যমে সামগ্রিক কল্যাণ অর্জন করতে পারি। বিশ্ব ইজতেমা ইসলামি উম্মার ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ়করণে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস।

    আমি বিশ্ব ইজতেমা ২০১৫-এর সার্বিক সাফল্য কামনা করি।

    খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।