সরকারি কলেজগুলোতে ডাইনামিক ওয়েবসাইট তৈরির নির্দেশ


প্রকাশিত: ১২:৩১ পিএম, ০৮ জানুয়ারি ২০১৫

কলেজের কাজকর্ম ত্বরিৎ ও সুচারুভাবে করার লক্ষ্যে দেশের সকল সরকারি কলেজে ডাইনামিক ওয়েবসাইট তৈরির নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। কলেজসমূহের কর্তৃপক্ষকে আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে ওয়েবসাইটের ঠিকানা জানানোর নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার এক তথ্য বিবরণীতে এ নির্দেশনা দেয়া হয়।

তথ্য বিবরণীতে বলা হয়, এসব ওয়েবসাইটে শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের বিভাগভিত্তিক ছবিসহ ডাটাবেজ এবং বিগতশিক্ষক-শিক্ষার্থীদের বিভাগভিত্তিক ছবিসহ ডাটাবেজ (আর্কাইভ), একাডেমিক ক্যালেন্ডার, বিভাগভিত্তিক ক্লাস রুটিন (কোন শিক্ষক ছুটিতে থাকলে তার পরিবর্তে শিক্ষকের নাম অন্তর্ভুক্ত থাকতে হবে), প্রতিষ্ঠানের ইতিহাস, ভৌত অবকাঠামো, বিষয় ও পদভিত্তিক কলেজের পদের তথ্য, ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীদের সকল তথ্য, বিভিন্ন পরীক্ষার ফল, ভর্তির তথ্য, বিভিন্ন ফরম, বিভিন্ন নোটিশ, শিক্ষার্থী প্যানেল, শিক্ষক প্যানেল, অভিভাবক প্যানেল, ফটো গ্যালারি, লাইব্রেরিতে বিভাগভিত্তিক বইয়ের তালিকা, অভিযোগ কর্নার ইত্যাদি অন্তর্ভুক্ত থাকবে।

এসব ওয়েবসাইট বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ডাটা সেন্টার ধারণ করবে। -বাসস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।