সমন্বিত যৌথ প্রচেষ্টায় রাজধানীর যানজট দূর করতে হবে
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকা মহানগরীর যানজট দূর করা কোন একক মন্ত্রণালয়ের উপর ন্যস্ত নয়। একক ভাবে যানজট দূর করা সম্ভবও নয়। সমন্বিত যৌথ প্রচেষ্টার মাধ্যমে রাজধানীর যানজট দূর করতে হবে।
রোববার জাতীয় সংসদে কুমিল্লা-১ আসনের মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।
তিনি বলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, অধিনস্ত অধিদফতর, কর্তৃপক্ষ, সংস্থা ও প্রতিষ্ঠান যৌথভাবে যানজট দূর করার কাজ করছে। ঢাকা মহানগরের যানজট নিরসনের লক্ষ্যে ২০ বছরের অধিক পুরাতন বাস-মিনিবাস ও ২৫ বছরের অধিক পুরনো পণ্যবাহী যানবাহন ঢাকা মহানগীর চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
এছাড়া ঢাকা মহানগীর যানজট নিরসনে জাল, ভুয়া ড্রাইভিং লাইলেন্সধারী গাড়িচালক, যান্ত্রিক ক্রুটিপূর্ণ, ফিটনেসবিহীন গাড়ি, যত্রতত্র গাড়ি পার্কি এর ক্ষেত্রে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে বিআরটিএ ও জেলা প্রশাসনের উদ্যোগে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।
এইচএস/জেএইচ/এবিএস