ইউক্রেনে দু’টি যুদ্ধবিমান ভূপাতিত


প্রকাশিত: ০৬:০৫ পিএম, ২৩ জুলাই ২০১৪

পূর্ব ইউক্রেনে বুধবার বিদ্রোহীরা দু’টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। খবর আলজাজিরার।

ইউক্রেনের সেনাবাহিনীর মুখপাত্র ওলেকসি দিমিত্রাশকিভস্কি বুধবার বলেন, ‘গুলি করে দু’টি সুখৈ ইউক্রেনিয়ান যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। বিমানচালকদের কোনো খবর জানা যায়নি।’ বিমান দু’টি মালয়েশীয় এমএইচ-১৭ জেট বিমানটির ধ্বংসস্থলের ২৫ কিলোমিটার দূর থেকে উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

তবে সেনাবাহিনীর আরেক মুখপাত্র ভিন্ন স্থানে বিমান দু’টি ভূপাতিতের কথা বলেছেন। তিনি জানিয়েছেন, বিদ্রোহীদের রকেট হামলায় বিমান দু’টি বিধ্বস্ত হয়েছে। বিমানচালকরা প্যারাসুটের সাহায্যে নেমে আসতে সক্ষম হয়েছেন।

সেনাবাহিনীর দ্বিতীয় মুখপাত্র ভ্লাদিস্লাভ সেলেজনাভ বলেন, ‘আজ (বুধবার) লুহানস্কের দক্ষিণে দিমিত্রিভকা গ্রামের কাছে রাশিয়াপন্থিরা মিসাইল ছুড়ে দু’টি সু-২৫ জেট বিমান ভূপাতিত করে।’

এ বিষয়ে এখন পর্যন্ত বিক্ষোভকারীদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। এর আগে গত বৃহস্পতিবার ওই অঞ্চলের কাছে মালয়েশীয় যাত্রীবাহী এমএইচ-১৭ জেট বিমান বিধ্বস্ত হয়। এতে বিমানটির ২৯৮ আরোহীর সকলেই মারা যান। নিহতদের মৃতদেহ নেদারল্যান্ডসে নেওয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।