নোয়াখালীতে বিএনপি-পুলিশ সংঘর্ষ, আটক ৬
বিএনপির ডাকা লাগাতার অবরোধের তৃতীয় দিনে নোয়াখালী জেলায় বিএনপি নেতৃত্বাধীন জোটের নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় পুলিশের গুলিতে পাঁচ জন আহত হয়েছেন বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে।
বৃহস্পতিবার জেলা শহরের পাঁচ রাস্তার মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে জড়িত অভিযোগে পুলিশ ছয়জনকে আটক করেছে। এরা হলেন নোমান, নিশাত, ফারুক, রহিম, সাগর ও অসীম।
সুধারাম থানার ভারপ্রাপপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, হরতাল-অবরোধের সমর্থনে মিছিলকারীরা পুলিশকে লক্ষ করে ইট ছুড়লে তাদের ছত্রভঙ্গ করতে চার রাউন্ড শটগানের গুলি ছোড়ে পুলিশ।
নোয়াখালী শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু নাছের বলেন, হরতালের সমর্থনে ২০ দলের কর্মীরা মিছিল বের করলে পুলিশের বাধার মুখে পড়ে। একপর্যায়ে পুলিশ গুলি ছুড়লে তাদের কর্মী আবীর, নজরুল ইসলাম, কাওসার, নজরুল, নাসিম ও হেদু আহত হন।