সংসদের মুলতবি বৈঠক বসছে রোববার


প্রকাশিত: ১১:১৭ এএম, ১৬ জুলাই ২০১৬

টানা ১৬ দিন বিরতির পর আগামী রোববার ফের বসছে সংসদের মুলতবি বৈঠক। এদিন বিকেল সাড়ে ৫টায় বৈঠক শুরু হবে। এটি চলমান সংসদের ১১তম অধিবেশন।

গত ৩০ জুন ২০১৬-১৭ অর্থবছরের বাজেট পাসের পর ঈদুল ফিতরের জন্য মুলতবি রাখা এই অধিবেশন চলবে আগামী ২৮ জুলাই পর্যন্ত। এই কদিনে পাস হবে গুরুত্বপূর্ণ বেশকিছু বিল।

সংসদ সচিবালয় জানায়, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের টানা দ্বিতীয় মেয়াদের এই সংসদের তৃতীয় বাজেট অধিবেশন এটি।

১ জুন শুরু হয় এই অধিবেশন। এক মাস আলোচনা শেষে ৩০ জুন কণ্ঠভোটে পাস হয় ২০১৬-১৭ অর্থবছরের ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার মেগা বাজেট। এটি স্বাধীন বাংলাদেশের ৪৫তম, আওয়ামী লীগ সরকারের ১৭তম ও বর্তমান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের দেয়া দশম বাজেট।

এইচএস/এসকেডি/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।