গুলশানের নিরাপত্তা তদারকি করলেন আনিসুল হক


প্রকাশিত: ১০:২২ এএম, ১৫ জুলাই ২০১৬

জঙ্গি হামলার পর রাজধানী গুলশানের নিরাপত্তা ব্যবস্থা তদারকি করলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)  মেয়র আনিসুল হক। শুক্রবার সকালে গুলশান-১ ও ২ নম্বরের বিভিন্ন গলি ও মহল্লা ঘুরে দেখেন তিনি। এ সময় পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ তার সঙ্গে ছিলেন।

Anisul-hak

আনিসুল হক গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্টের পাশের লেক, কূটনীতিক পাড়া, বিভিন্ন দেশের দূতাবাসের সড়কসহ বিভিন্ন আবাসিক হোটেল এলাকার নিরাপত্তা তদারকি করেন। এ সময় মেয়র এবং ডিসি সাংবাদিকদের সঙ্গে কথা না বললেও ঘটনাস্থলে উপস্থিত এক কর্মকর্তা জাগো নিউজকে বলেন, পুলিশ ও সিটি কর্পোরেশন সমন্বয় করে গুলশানের নিরাপত্তা বৃদ্ধি করা হবে।

Anisul-hak

এদিকে, গুলশানের নিরাপত্তার অংশ হিসেবে ডিএনসিসির উদ্যোগে ইতোমধ্যে প্রায় সাড়ে ৬শ` সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আগামী একবছরের মধ্যে আরো হাজারখানেক সিসি ক্যামেরা স্থাপনের কথা পরিকল্পনা রয়েছে ডিএনসিসি।

উল্লেখ্য, গত ১ জুলাই গুলশানের আর্টিসান রেস্তোরাঁয় হামলা চালায় জঙ্গিরা। এসময় তারা ১৭ জন বিদেশি, দুই বাংলাদেশি ও একজন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিককে হত্যা করে।

এআর/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।