জয় দিয়ে শুরু সাকিবের বিগ ব্যাশ


প্রকাশিত: ০২:০২ পিএম, ০৭ জানুয়ারি ২০১৫

অস্ট্রেলিয়ার ঘরোয়া টোয়েন্টি২০ ক্রিকেট লিগে জয় দিয়ে নতুন বছর শুরু করেছেন সাকিব আল হাসান। বিগ ব্যাশের এই মৌসুমে মেলবোর্ন রেনেগেইডেসরের হয়ে খেলতে নেমেই অসাধারণ বোলিং করেছেন সাকিব। হোবার্ট হারিকেন্সেরর বিপক্ষে তার দল রেনেগেইডেস ৩৭ রানের জয় পেয়েছে। তাতে সাকিবের অবদান ব্যাট হাতে ১৪ রান ও বল হাতে ২ উইকেট।

টস হেরে ব্যাট করতে নেমে মেলবোর্ন নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৩ রান করেছে। দলের পক্ষে সর্বোচ্চ ৭৭ রান করেছেন বেন স্টোকস। সাকিব ১২ বল খেলে ১৪ রান করেছেন ২টি চারের বিনিময়ে।



১৬৪ রানের বিপরীতে খেলতে নেমে ১৯.২ ওভারে ১২৬ রানে অলআউট হয়েছে হোবার্ট। মেলবোর্নের বোলিং উদ্বোধন করেছেন বাংলাদেশের বাঁহাতি এই স্পিনার। ৩৩ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন তিনি। হোবার্টের আউট হওয়া শেষ ব্যাটসম্যানের ক্যাচটিও নিয়েছেন সাকিব। দলের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন নিকোলাস উইন্টার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।