২ নভেম্বর জেএসসি পরীক্ষা শুরু


প্রকাশিত: ০১:২৫ পিএম, ২৩ জুলাই ২০১৪

চলতি বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা আগামী ২ নভেম্বর শুরু হবে, পরীক্ষা শেষ হবে ১৮ নভেম্বর।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বুধবার জেএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। এবার জেএসসির সবগুলো পরীক্ষা সকাল ১০টায় শুরু হবে। সাধারণত একই দিন মাদ্রাসা শিক্ষা বোর্ডের জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষাও অনুষ্ঠিত হয়। তবে মাদ্রাসা বোর্ড এখনো জেডিসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেনি।

এবারের সূচি অনুযায়ী, ২ নভেম্বর বাংলা প্রথম পত্র, ৩ নভেম্বর বাংলা দ্বিতীয় পত্র, ৫ নভেম্বর ইংরেজি প্রথম পত্র, ৬ নভেম্বর ইংরেজি দ্বিতীয় পত্র, ৯ নভেম্বর গণিত/সাধারণ গণিত পরীক্ষা হবে, ১০ নভেম্বর ইসলাম ও নৈতিক শিক্ষা/ইসলাম শিক্ষা, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা/হিন্দুধর্ম শিক্ষা, বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা/বৌদ্ধধর্ম শিক্ষা, খ্রিস্টধর্ম ও নৈতিক শিক্ষা/খ্রিস্টধর্ম শিক্ষা পরীক্ষা হবে।

১১ নভেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ১২ নভেম্বর কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, গার্হাস্থ্য অর্থনীতি, আরবি, সংস্কৃত, পালি এবং ১৩ নভেম্বর হবে চারু ও কারুকলা, ১৬ নভেম্বর বিজ্ঞান/সাধারণ বিজ্ঞান, ১৭ নভেম্বর শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য এবং ১৮ নভেম্বরের সূচিতে বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।