অবরোধে বন্ধ দূরপাল্লার বাস


প্রকাশিত: ০৬:৩৭ এএম, ০৭ জানুয়ারি ২০১৫

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের দ্বিতীয় দিন বুধবার দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। তবে রাজধানীর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। চলছে যানবাহন ও ট্রেন-লঞ্চ। এছাড়া নাশকতা রোধে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে।

এ দিকে দূরপাল্লার বাস বন্ধ থাকায় ট্রেনের ওপর চাপ বেড়েছে। ট্রেন ছাড়তে বিলম্ব হচ্ছে যাত্রীর চাপে। রেলওয়ের মহাপরিচালক তোফাজ্জল হোসেন জানান, যাত্রীর চাপ স্বাভাবিক সময়ের কিছুটা বেশি। ট্রেন নির্ধারিত সময়সূচি মেনেই চলবে।

অপরদিকে, অবরোধের সমর্থনে রাজধানীর বিভিন্ন একালায় জোটের সমর্থকরা  বিক্ষিপ্তভাবে মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয় বলে সূত্র জানিয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।