হরতালে স্থবির রংপুর, ককটেল বিষ্ফোরণ


প্রকাশিত: ০৬:৩৫ এএম, ০৭ জানুয়ারি ২০১৫

২০ দলের অবরোধের  দ্বিতীয় দিনে হরতাল যোগ হওয়ায় জীবনযাত্রায় স্থবিরতা নেমে এসেছে রংপুরে।  বুধবার সকালে নগরীর গ্রান্ড হোটেল মোড়ে দুটি ককটেল বিষ্ফোরণ হয়েছে। এছাড়াও বিএনপি-জামায়াত এবং ছাত্রশিবির নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
 
এদিকে বিভিন্ন স্থান থেকে জামায়াতের সাত এবং বিএনপির ছয় নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
 
২০ দলের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের দ্বিতীয় দিনে মঙ্গলবার রংপুর থেকে ঢাকাসহ দুরপাল্লা জেলা ও আন্তঃউপজেলা কোন রুটেই  যাত্রীবাহী ও পন্যবাহী কোনো ভারি, মাঝারি যানবাহন চলাচল করেনি। মহেন্দ্রা, অটো রিকশা এবং ট্রেনই ছিল যাতায়াতের মাধ্যম। নগরীতে দোকানপাট খোলা থাকলেও বেচাকেনা হয়েছে একেবারেই কম। অফিস আদালতে শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকলেও উপস্থিতি ছিল কম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।