নিখোঁজদের পরিচয় চাইলেন প্রধানমন্ত্রী


প্রকাশিত: ১২:৩৮ পিএম, ১৩ জুলাই ২০১৬
ফাইল ছবি

অভিভাবকদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কেউ যদি দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকে তাদের ব্যাপারে আমাদের জানান। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের খোঁজ করবে।

বুধবার বিকেলে গণভবনে টেলিকনফারেন্সে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, কেউ যদি ভুল পথে যায় তাদের সংশোধন এবং চিকিৎসার ব্যবস্থা আমরা করবো।

বাংলাদেশ যখনই মাথা উঁচু করে দাঁড়ায়, তখনই একটি চক্র চেষ্টা করে সেই অগ্রগতি থামিয়ে দিতে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদ প্রতিরোধে সবাই এগিয়ে আসুন। জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন।

তিনি আরো বলেন, ইসলামে আত্মহত্যা মহা পাপ, সেই পাপের পথে মানুষ কেন যাচ্ছে- কারা তাদের নিয়ে যাচ্ছে তাদেরও খুঁজে বের করা হবে। ইতোমধ্যে জেলায় জেলায় কমিটি গঠন করতে নির্দেশ দেওয়া হয়েছে। সেই কমিটি অপরাধীদের খুঁজে বের করবে। পাশাপাশি শিক্ষক, সাংবাদিক, অভিভাবক সবাইকে এগিয়ে আসতে হবে।

এএসএস/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।